matirtanaf@gmail.com

Search
Close this search box.

একতা | শান্তি | উন্নয়ন

মাটির টানে ফাউন্ডেশন

বর্তমান কার্যক্রম এর বিবারণ

# মাটির টানে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। নিম্নে ভা দেওয়া হলো :
১। করোনা ভাইরাস দেখা দিলে সি, ডি,খান ইউনিয়ন এ সচেতনতা মূলক লিফলেট বিতারন এবং বাড়ি বাড়ি যেয়ে সচেতনতা করা।
২। জনগনের মধ্যে মাস্ক এবং সেনিটাইজার বিতারন।
৩। এলাকার প্রায় ৫০০ গরীব অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতারন।
৪। অহহায় মানুষ এর মাঝে ঈদ সামগ্রী বিতারন।
৫। ইউনিয়ন এর প্রতিটি বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসায় সপ্তাহ বেগী বৃক্ষরদোন।
৭। মোক্তার হাট বাজার এবং বিভিন্ন বিদ্যালয়ে পরিষ্কার পরিছন্ন অভিযান।
৮। মোক্তার হাট সহ বিভিন্ন স্থানে ময়লার ডাস্টবিন স্বাদন।
৯। ইউনিয়ন এর বেকার যুবক দের বিভিন্ন বিষয় এর উপর কালকিনি যুব উন্নয়ন অফিস এর অধিনে প্রশিক্ষণ এর ব্যাবস্তা করা।
১০। কোরবানি পশুর হাটে সেচ্ছাসেবী হিসেবে মানুষ এর মাঝে মাস্ক, সেনিটাইজার এবং হাট পরিস্কার করা এবং ক্রেতা বিক্রেতা কে সাহায্য করে।
১১। বিভিন্ন আতিয় পালন করা যেমন- জাতীয় বিজয় দিবস, ভাষা শহিদ দিবস ইত্যাদি।
১২। সামাজিক বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা সভা করা।
১৩। ধর্মীয় অনুষ্ঠান যেমন ঈদের নামাজে মানুষ এর মাঝে মাস্ক বিভারন, ওয়াজ মাফিলে সেচ্ছাসেবী হিসেবে কাজ করা।

ভবিষ্যৎ পরিকল্পনা

# মাটির টানে ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন এর প্রধান কাজ এই হলো বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা মূলক কাজ করা। আমাদের বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তুলে ধরা হল :
১। মাদক এবং জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতামূলক প্রচারনা এবং আলোচনা সভার আয়জন করা সেই সাথে লিফলেট ও পোস্টার করা।
২। শীতের সময় অসাহয় গরীবদের মধ্যে শীত বস্ত্র বিতারন করা।
৩। ফ্রি মেডিকেল ক্যাম্প করা।
৪। ক্রিকেট ও ফুটবল এর টুর্নামেন্ট এর আয়জন করা।
৫। গরীব মেদাবী ছাত্রছাত্রী দের উপবৃত্তির ব্যবস্থা করা।
৬। গরীব ছাত্রছাত্রী দের শিক্ষা উপকরন বিতারন করা।
৭। বিভিন্ন জাতীয়, দামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন মূলক অনুষ্ঠান এর আয়জন করা।
৮। ঈদ এর সময় ঈদ সামগ্রী বিতারন করা।
৯। যৌতুক, বালাবিবাহ এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা।
১০। ইউনিয়ন এর সকল প্রকার অন্যায় অবিচার এর বিরুদ্ধে কাজ করা।
১১। একটি সামাজিক পাঠাগার করা।
১২। বিভিন্ন প্রশিক্ষণ এর ব্যবস্থা করা।
১৩। সচেতনতা মূলক সেমিনার এর ব্যবস্থা করা।
১৪। প্রতি বছর বৃক্ষরোপন করা।
১৫। যে কোন প্রকৃতিক দূর্যোগে মানুষ এর জন্য কাজ করা।
১৬। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রর্থী এবং নাগরিকদের মধ্যে নাগরিক সংলাপ এর ব্যবস্তা করা।
Scroll to Top