matirtanaf@gmail.com

Search
Close this search box.

একতা | শান্তি | উন্নয়ন

মাটির টানে ফাউন্ডেশন

স্থান্তিত- 2020

মোক্তার হাট, সি,ডি,খান, কালকিনি, মাদারীপুর

মাটির টানে ফাউন্ডেশনে স্বাগতম

মাটির টানে ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, শিক্ষা আনুরাগী, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল সামাজিক সচেতনতা, শিক্ষার প্রসার, গরিব অসহায় মানুষদের সাহায্য করা, মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা, বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলাধূলার আয়জন করা, মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে ফ্রি চিকিৎসা দেয়া, বেকারত্ব নিরসনে প্রশিক্ষণ এর ব্যাবস্থা করা, সাংস্কৃতিক ও বিনোদন মূলক অনুষ্ঠান করা, বাল্য বিবাহ, যৌতুক, নারী ও পুরুষ নির্যাতন রোধ, সন্তান হীন পিতামাতাদের পাশে দারানো এবং সমাজ বির্নিমানে ও মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করা।

গঠনতন্ত্র

১। নামকরণ- মাটির টানে ফাউন্ডেশন | English অনুবাদ ও Matir Tane Foundation নামে পরিচিতি পাবে।
২। প্রতিষ্ঠাতা– সাইফুল ইসলাম রনি। প্রতিষ্ঠাকাল- 20 মার্চ 2020।
৩। স্লোগান- একতা- শান্তি- উন্নয়ন, মানবতার সেবায় আমরা।
৪। লোগো- মাটির টানে ফাউন্ডেশন এর লোগোতে চার জন মানুষ পাশাপাশি কাধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এর মাধ্যমে একতা প্রকাশ পাচ্ছে এবং বিভিন্ন রং এর মাধ্যমে আলাদা মতের বুঝাচ্ছে।
৫। প্রধান কার্যালয়- সি, ডি, খান ইউনিয়নের মোক্তার হাট ও প্রধান কার্যালয় করে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে, এর কার্য এলাকা সমগ্র সি, ডি, খান ইউনিয়ন।

বর্তমান কার্যক্রম এর বিবারণ

মাটির টানে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। নিম্নে ভা দেওয়া হলো।
১। করোনা ভাইরাস দেখা দিলে সি, ডি,খান ইউনিয়ন এ সচেতনতা মূলক লিফলেট বিতারন এবং বাড়ি বাড়ি যেয়ে সচেতনতা করা।
২। জনগনের মধ্যে মাস্ক এবং সেনিটাইজার বিতারন।
৩। এলাকার প্রায় ৫০০ গরীব অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতারন।
৪। অহহায় মানুষ এর মাঝে ঈদ সামগ্রী বিতারন।
৫। ইউনিয়ন এর প্রতিটি বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসায় সপ্তাহ বেগী বৃক্ষরদোন।

ভবিষ্যৎ পরিকল্পনা

মাটির টানে ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন এর প্রধান কাজ এই হলো বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা মূলক কাজ করা। আমাদের বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তুলে ধরা হল।
১। মাদক এবং জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতামূলক প্রচারনা এবং আলোচনা সভার আয়জন করা সেই সাথে লিফলেট ও পোস্টার করা।
২। শীতের সময় অসাহয় গরীবদের মধ্যে শীত বস্ত্র বিতারন করা।
৩। ফ্রি মেডিকেল ক্যাম্প করা।
৪। ক্রিকেট ও ফুটবল এর টুর্নামেন্ট এর আয়জন করা।
৫। গরীব মেদাবী ছাত্রছাত্রী দের উপবৃত্তির ব্যবস্থা করা।
Scroll to Top