matirtanaf@gmail.com

Search
Close this search box.

গঠনতন্ত্র

সংখ্যা তথ্য
১ নামকরণ
মাটির টানে ফাউন্ডেশন | English অনুবাদ ও Matir Tane Foundation নামে পরিচিতি পাবে।
২। প্রতিষ্ঠাতা
সাইফুল ইসলাম রনি। প্রতিষ্ঠাকাল- 20 মার্চ 2020।
৩। স্লোগান
একতা- শান্তি- উন্নয়ন, মানবতার সেবায় আমরা।
৪। লোগো-
মাটির টানে ফাউন্ডেশন এর লোগোতে চার জন মানুষ পাশাপাশি কাধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এর মাধ্যমে একতা প্রকাশ পাচ্ছে এবং বিভিন্ন রং এর মাধ্যমে আলাদা মতের বুঝাচ্ছে।
৫। প্রধান কার্যালয়-
সি, ডি, খান ইউনিয়নের মোক্তার হাট ও প্রধান কার্যালয় করে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে, এর কার্য এলাকা সমগ্র সি, ডি, খান ইউনিয়ন।
৬। লক্ষ্য উদ্দেশ্য- এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, দ্বেন্দরনবী, শিক্ষা আনুরাগী, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল সামাজিক সচেতনতা, ও মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করা। এ ছাড়া সংগঠনের অন্যতম উদ্দেশ্য গুল হল-
ক.শিক্ষার প্রসার-
শিক্ষার কোন বিকল্প নাই, শিক্ষাই পারে একটি সমাজকে উন্নয়ন করতে। ভাই সামাজিক ও নৈতিক শিক্ষার প্রসার ঘটান, নিরক্ষর মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, বয়স্ক শিক্ষা চালু করা, গরিব মেদাবি ছাত্র-দ্বাত্রীদের সাহায্য সহযোগিতা কারা এবং শিক্ষার মান উন্নয়ন এ কাজ করা। ক্রমানয়ে গরীব শিক্ষার্থীয়েদ জন্য বৃত্তির ব্যবস্থা চালু করা।
খ.মাদকের বিরুদ্ধে সচেতনতা -
“মাদককে না বলুন, খেলাধুলা করুন ও সুস্থ্য থাকুন” এই স্লোগান কে সামনে রেখে মাদকদ্রব্য ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা, মাদকাসক্তির কুফল ও ভয়াবহরূণ সম্পর্কে লিফলেট বিভারন করা, শিক্ষা প্রদান করা এবং মাদকমুক্ত সমাজ গঠন ও সহায়তা করা।
গ.খেলাধুলার আয়জন করা -
সুখ জাতি গঠনে খেলাধূলার ভূমিকা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে নিমল আনন্দ পাওয়া যায় এবং নিরোগ শরীর গঠন করা যায়। সমাজের বিদ্যমান সন্ত্রাস ও হিংসাত্মক কর্মকান্ড থেকে যুবসমাজকে ফেরাতে খেলাধুলার বিকার নাই। তাই বিভিন্ন সময়ে নানা খেলাধুলার আয়জন করা এবং ভাল খেলয়ার কে সহায়তা করা যাতে জাভিয় পর্যায় খেলতে পারে।
ঘ.সমাজকল্যাণ -
দেশের যেকোন দুর্যোগে সামাজিক সংগঠন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। গরীব অসহায়দের পাশে দাঁড়ানো, নিপীড়িত মানুষের পাশে দাড়ানো, বন্যা, জলোচ্ছাস, সাইক্লোন, মহামারি, নদি ভাঙন, বায়ু দুষন প্রভৃতি প্রাকৃতিক ও মানব সৃষ্টি দূর্যোগের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা। ভাদের জন্য প্রযোজনীয় সাহানা সহযুগিতা করা। যেকোন দুর্ঘটনা এবং অসুখ বিসুখে আক্রায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করা।
ঙ.চিকিৎসা -
কথায় আছে স্বাস্থ্য সকল সুখের মূল। মেডিকেল কেম্প এর মাধ্যমে গরিব অসাহায় মানুষ কে ফ্রি চিকিৎসার ব্যাবস্থা করা ও ঔষধ দেয়া।
চ.বেকারত্ব নিরসনে প্রশিক্ষণ -
এলাকার বেকার যুবকদের আত্নকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা সেই সাথে আর্থিক সহায়তা প্রদান করা।
ছ . সাংস্কৃতিক অনুষ্ঠান আয়জন -
বিভিন্ন সামাজি, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়জন করা।
জ .
বালা বিবাহ, যৌতুক, নারী ও পুরুষ নির্যাতন, সন্তানহীন পিতা মাতার পাশে দাঁড়ানো, মাতা পিতার উপর অত্যাচার প্রয়োগকারীদের আইনের আওতায় আনা, সমাজ বির্নিমানে কাজ করা। বৃদ্ধা অবস্থায় মানবেতর জীবন যাপনকারীদের পাশে দাড়ানো ও তাদের অবিভাকত্ব গ্রহন।
৭। সদস্য হওয়ার যোগাতা
(ক) আপনি যদি নিঃস্বার্থ উৎদায়ী একজন সমাজ সচেতন ব্যাক্তি হন এবং জনকল্যাণমূলক কাজ করার মানসিকতা থাকে।
(খ) যারা স্বেচ্ছাব্রতী মনোভাবাপন্ন এবং নিজেদের তথা দেশের এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত হতে ইচ্ছুক এবং নৈতিকতা বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত নয়।
(গ) সদস্য হবার নূন্যতম বয়স ১২ বছর।
(ঘ) আপনি যদি সি, ডি, খানের নাগরিক হন।
(ঙ) ভদ্র, রুচিশীল, উদ্যোমী, সদাচারী, নিজ নিজ ধর্মিয় অনুশাসন মেনে চলতে হবে ও মননশীল হতে হবে।
(চ) সংঠনের নির্ধারিত ফরমের জন্য ২০ টাকা প্রদান সাপেক্ষে।
(ছ) প্রত্যেক সদস্যকে বায্যতামূলক প্রতি বছর ২০ টাকা প্রদান করে সদস্য নদ নবায়ন করতে হবে।
৮। সদস্য পদ সাময়িক স্থগিত বা বাতিল করণ-
(ক) যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
(খ) যদি মানসিক ভারসাম্য হারান বা মৃত্যু হয়।
(গ) যদি সংগঠনের গঠনতন্ত্র ও স্বার্থের পরিগন্ডি কোন কাজ করেন বা তার স্বভাব আচারাচারন সংগঠনের পরিপপ্তি হয়।
(ঘ) যদি সদস্য পদ নবায়ন না করেন।
(ঙ) যদি কোন অপরাধ মূলক কাজ করে সমাজে অপরাধী হিদেবে বিবেচিত হন।
(চ) যদি আপনি কনো রাজনৈতিক দল বা সংঘঠনের সাথে জড়িত হবে সংগঠনের গঠনতন্ত্র ও স্বার্থের পরিপন্থি কোন কাজ করেন অথবা রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চান।
(ছ) যদি দায়িত্ব ও কর্তব্য যথারীতি পালন না করেন বা সংগঠনের কাজে নিষ্ক্রিয় ও অকর্মণ্য হয়ে পরেন।
(জ) প্রামঙ্গিক কারণে কোন সদস্যকে বহিষ্কার করার এখতিয়ার সংগঠনের কার্যনির্বাহী কমিটি রাখে। সে ক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
৯) সাংগঠনিক কাঠামো ও সংগঠনের তিন স্তর বিশিষ্ট সাংগঠনিক কাঠামো দ্বারা পরিচালিত হবে।
(ক) উপদেষ্টা পরিষদ।
(খ) নির্বাহী পরিষদ।
(গ) কার্যকরী সদস্য।

# উপদেষ্টা পরিষদের গঠন প্রকৃতি - ইউনিয়নের সিনিয়ার শিক্ষিত ও প্রজ্ঞাবান ব্যাক্তিদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন হবে। উপদেষ্টা পরিষদ হবে ১১ সদস্য বিশিষ্ট। উপদেষ্টা পরিষদের মূল্যবান পরামর্শের মাধ্যমে সংগঠন তার কার্য পরিধি পরিচালনা করাব।

# নির্বাহী পরিষদের গঠন প্রকৃতি-
১। সভাপতি-
০১ জন
২। সহসভাপতি-
০৫ জন
৩। সাধারণ সম্পাদক-
০১ জন
৪। যুগ্ন সম্পাদক -
০৫ জন
৫। সাংগঠনিক সম্পাদক-
০১ জন
৬। যুগ্ম সাংগঠনিক সম্পাদক-
০৫ জন
৭। কৰাধ্যত্ব-
০১ জন
৮। সার সম্পাদক-
০১ জন
৯। দপ্তর সম্পাদক -
০১ জন
১০। সহ দপ্তর সম্পাদক -
০২ জন
১১। শিক্ষা বিষয়ক সম্পাদক
০১ জন
১২। সহ শিক্ষা বিষয়ক সম্পাদক-
০১ জন
১৩। প্রচার ও প্রকাশনা সম্পাদক-
০১ জন
১৪। সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক-
০৩ জন
১৫। পাঠাগার সম্পাদক-
০১ জন
১৬। সহ পাঠাগার সম্পাদক-
০১ জন
১৭। ক্রীড়া সম্পাদক-
০১ জন
১৮। সহ ক্রীড়া সম্পাদক-
০২ জন
১৯। সাংস্কৃতিক সম্পাদক-
০১ জন
২০। সহ সাংস্কৃতিক সম্পাদক-
০২ জন
২১। আইন বিষয়ক সম্পাদক--
০১ জন
২২। সহ আইন বিষয়ক সম্পাদক--
০১ জন
২৩। তথ্য ও গবেষণা সম্পাদক-
০১ জন
২৪। সহ তথ্য ও গবেষণা সম্পাদক-
০২ জন
২৫। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-
০১ জন
২৬। মহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-
০১ জন
২৭। ধর্ম বিষায়ক সম্পাদক-
০১ জন
২৮। সহ ধর্ম বিষায়ক সম্পাদক-
০১ জন
২৯। মহিলা বিষয়ক সম্পাদীকা-
০১ জন
৩০। সহ মহিলা বিষয়ক সম্পাদীকা-
০১ জন
৩১। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক-
০১ জন
৩২। সহ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক-
০১ জন
৩৩।দূর্যোগ ব্যাবস্থাপনা দম্পাদক-
০১ জন
৩৪। সহ দূর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক-
০২ জন
৩৫। সমাজ দেবা সম্পাদক-
০১ জন
৩৬। সহ সমাজ সেবা সম্পাদক-
০১ জন
৩৭। উপ বৃত্তি সম্পাদক-
০১ জন
৩৮। সহ উপ বৃত্তি সম্পাদক-
০১ জন
৩৯। ওয়ার্ড সম্পাদক-
০১ জন
৪০। সহ ওয়ার্ড সম্পাদক-
০১ জন
৪১। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-
০১ জন
৪১। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-
০১ জন
৪২। সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-
০১ জন
৪৩। কার্যকরী সদস্য-
১২ জন
১০। নির্বাহী পরিষদের কাজ -
(ক) সাধারন দত্তা ও বার্ষিক সভা আহবান করা।
(খ) বিশেষ প্রযোজনে সভাপতির আহবানে অরুরী নিদ্ধয়য়র মাধ্যমে যে কোন নিদ্ধার গ্রহন করা।
(গ) সভার পৃতি দিদ্ধার সভাপতি ও সাধারণ সম্পাদকের যুক্ত স্বাক্ষরে বাস্তবাবিত হবে।
(ঘ) নির্বাহী পরিষদ ও সংগঠনের যাবতীয় কার্যাবলীর চূড়ান্ত সিদ্ধয় প্রদানকারী ও নীতি নির্ধারক বাল বিবেচিত হবে।
(ঙ) নির্বাহী পরিষদ দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে সংগঠনের মূল উদ্দেশোর সাথে সংগতিপূর্ণ গঠনতন্ত্র দংশোষন, পরিবর্তন, পরিবর্ষন ও দংযোজন করতে পারবে।
(চ) নির্বাহী পরিষদ সংগঠনের সহখ সংগতি রেখে গঠনতন্তে বর্ণিত নেই এমন যে কোন খয়নের নিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
(ছ) নির্বারী পরিষদ সংগঠনের বার্ষিক আয় বাঘের হিসাব পরিক্ষা নিরিক্ষা অনুমোদন করবে।
(জ ) সংগঠনের উন্নয়ন অন্য কার্যকরী পদক্ষেপ গ্রহন করবে।
(ঝ) যে সব উয়েশা নিয়ে সংগঠন গঠিত হয়েছে যে সব কাজ করার জনা দরুল প্রথমাকে নির্দেশ প্রদান করবে।
১১। সংগঠনের তহবিল সংক্রান্ত বিষয়াবলী-
(ক) সংগঠনের একটি মাত্র তহবিল থাকবে, যা একটি ব্যাংক ও স্বকবি হিসাব নামে থাকনে।
(খ) সংগঠনের মঞ্চল সেনদেন, কার্যবিবরণী ও আমবার রংচায় সকল তথা নিয়ে নির্বাহী পরিষদ এ থকল বদব্যের উপস্থিতিতে একটি বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। এল। সংগঠন পরিচালনা করার অনা যে এর্থ প্রযোজন ঘন তা মনজের বিশিষ্ট বাকিদের মান ও সংগঠনের সদস্যদের দহনর মাধ্যমে বাদশা করা হবে।
(গ) সংগঠন পরিচালনা করার জন্য যে অর্থ প্রয়োজন হবে তা সমাজের বিশিষ্ট ব্যাক্তিদের দান ও সংগঠনের সদস্যদের দানের মাধ্যমে ব্যবস্থা করা হবে।
(ঘ) ভহবিল সংক্রান্ত সকল লেনদেন সভাপতির ও সাধারন সম্পাদকের এবং কোষাধ্যাক্ষের স্বাক্ষরে পরিচালিত হবে।
১২। সভা অনুষ্ঠান-
(ক) নির্বাহি পরিষদের সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে প্রতিমাসে অন্তত একটি সভার আযোজন করবে।
(খ) প্রতি মাসে সম্ভব না হলে ৬ মাসে একবার তা ও সম্ভব না হলে বদরে দুটি সভা বাধ্যতামূলক করতে হবে।
১৩। সভাপতির দায়িত্ব-
(ক) সংগঠনের প্রধান বলে বিবেচিত হবেন।
(খ) সংগঠনের সকল সভায় সভাপতিত্ব করবেন।
(গ) সংগঠনের নির্বাহী পরিচালকের দায়িত্বে থাকবেন।
(ঘ) সংগঠনের স্বার্থে ও কল্যানে যে কোন প্রকার দায়িত্ব পালন করবেন।
(ঙ) বিশেষ প্রযোজনে জরুরী সভা আহবান করবেন।
(চ) সভা পরিচালনার পূর্ণ দায়িত্বে থাকবেন।
(ছ) নির্বাহী পরিষদের সদসাদের মতামতের ভিত্তিতে সংগঠনের করনীয় ও নিয়মাবলী নির্ধারন করবেন।
১৪। সহসভাপতির দারিত্ব-
(ক) সভাপতির সকল কাজে সহযোগীতা করবেন।
(খ) সভাপতির অনুপগিতিতে তার সকল দায়িত্ব পালন করবেন।
(গ) নির্বাহী পরিষদ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
১৫। সাধারন সম্পাদকের দায়িত্ব-
(ক) অভিস নির্বাহী হবেন ও থাকবেন।
(খ) সকল প্রকার যোগাযোগ, চিঠি লেখা ও চিঠিপত্র ইস্যুর ক্ষেত্রে তিনি স্বাক্ষর প্রদান করবেন।
(গ) সংগঠনের কার্যক্রম, কর্মসূচি, ও প্রকল্প প্রস্তাবনা ও বাস্তবায়ন এবং নির্বাহী পরিষদের সদস্যদের সাথে সমনয় সাধন করবেন।
(ঘ ) সংগঠনের সকল প্রকার কাগজ পত্র, তথা ও দলিল রক্ষনা বেক্ষন করবেন।
(ঙ) প্রশাসন, প্রকল্প তৈরি, বাজেট তৈরি, কার্যক্রম বাস্তবায়ন ও মূল্যায়নে সহযোগীতা করবেন।
(চ) সভাপতির সঙ্গে আলোচনাক্রমে তিনি সংগঠনের সকল সভা আহ্বান করবেন।
(ছ) প্রতি মাসে অন্তভ একটি সভা আহবান করবেন।
(জ) নির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন করবেন।
১৬। যুগ্ম সম্পাদকের দায়িত্ব-
(ক) সম্পাদকের সকল কাজে সহায়তা প্রদান করবেন।
(খ) সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে তার সকল দায়িত্ব পালন করবেন।
(গ) নির্বাহী পরিষদ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
১৭। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব-
(ক) সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য প্রযোজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।
(খ) সংগঠনের কার্যক্রমে স্বীরতা প্রকাশ পেলে কারণ নির্নয় করে তা দূরীকরনের জন্য সভাপতি সাধারন সম্পাদকের সাথে আলচনা পূর্বক করনীয় নির্ধারণ করবেন।
(গ) সংগঠনের বিভিন্ন কার্যক্রমের রেকর্ড সমূহ তার দায়িত্বে সংরক্ষন করবেন।
(ঘ) সংগঠনের কোন সদস্যের অনুপস্থিতি বা সংগঠনের স্বার্থ বিরোধী কোন কাজ নির্নয় এবং সমস্যা সমূহ দেখে সংগঠনের স্বার্থে সবাইকে তা অবহিত করবেন।
১৮। যুগ্ম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব-
(ক) সাংগঠনিক সম্পাদকের সকল কাজে সহায়তা প্রদান করবেন।
(খ) সাংগঠনিক সম্পাদকের অনুপস্থিতিতে তার সকল দায়িত্ব পালন করবেন।
(গ) নির্বাহী পরিষদ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
১৯। কোষাধ্যক্ষ/ অর্থ সম্পাদকের দায়িত্ব-
(ক) তিনি সংগঠনের তহবিল রক্ষণাবেক্ষণ করবেন এবং বার্ষিক হিসাব নিরীক্ষার ব্যবস্থা করবেন।
(খ) নির্বাহী পরিষদ ও সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষিত বার্ষিক আয় বাবের হিসাব পেশ করবেন।
(গ) তিনি প্রযোজনীয় খরচ বাবদ সবোছ ৫০০০/- (পাঁচ হাজার) টাকা পর্যন্ত কাছে রাখতে পারবেন।
২০। সহঃ কোষাধ্যক্ষ/ অর্থ সম্পাদকের দায়িত্ব-
(ক) অর্থ সম্পাদককে সহযোগিতা করবেন এবং তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করবেন।
২১। দত্তর সম্পাদকের দায়িত্ব-
(ক) তিনি সংগঠনের দন্তর সংক্রান্ত যাবতীয় নথিপত্র, সিলমোহর বহি, প্যাডসহ অন্যান্য দাপ্তরিক উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ করিবেন।
(খ) তিনি সংগঠনের অফিস, আসবাবপত্র, ডকুমেন্ট, কর্মকর্তা ও কর্মচারীদের কাজকর্ম তত্বাবধান করবেন।
(গ) সংগঠনের নোটিশপত্র সঠিক সময়ের মধ্যে সকল জায়গায় প্রেয়নের ব্যবস্থা করবেন।
(ঘ) কার্যকরী কমিটি কর্তৃক প্রদত্ত অন্য যে কোন দায়িত্ব পালনে বাধা থাকবেন।
২২। সহঃ দত্তর সম্পাদকের দায়িত্ব-
(ক) দপ্তর সম্পাদককে সর্বাত্মক সহযোগিতা করবেন।
(খ) তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করবেন।
২৩। শিক্ষা বিষায়ক সম্পাদকের দায়িত্ব-
(ক) শিক্ষাসংক্রান্ত যেকোন কাজে পরিচালনার দায়িত্ব নিবেন।
(খ) শিক্ষার প্রসারে ভূমিকা পালন করবেন।
(গ) গরিব মেধাবী ছাত্র-ছাত্রী দের উপবৃত্তি সহ শিক্ষা উপকরণ সরবারহ কর।
(ঘ) প্রাইমারি বিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান এর সাথে যোগাযোগ রক্ষা করা।
(ঙ) ইউনিয়ন এর শিক্ষার সার্বিক চিত্র সাধারণ সভায় উপাস্থাপন করা।
২৪। সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক-
(ক) শিক্ষা বিষয়ক সম্পাদকের কাজে সহযোগিতা করাই সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকের কাজ।
(খ) শিক্ষা বিষয়ক সম্পাদকের অনুপস্থিতিতে তিনি শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
২৫। প্রচার সম্পাদকের দায়িত্ব-
(ক) সংগঠনের স্বার্থে প্রচার ও প্রকাশনা তার দায়িত্বে থাকবে।
(খ) সংগঠল হতে সকল প্রকার প্রকাশনার ডিজাইন, তথ্য সংগ্রহ, প্রুফ দেখা সম্পন্ন করে থাকবেন।
(গ) সংগঠনের বাহ্যিক প্রচারে বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রস্তাব নির্বাহী সভায় উপস্থাপন করবেন।
(ঘ) প্রযোজন অনুযায়ী সংবাদ সম্মেলন ও গোলটেবিল আলোচনার ব্যবস্থা করবেন। এছাড়া সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াতে প্রচার এর ব্যাবস্থা করবে।
(ঙ) সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান বা কার্যক্রমের সময় সারা ইউনিয়নে প্রচারের ব্যবস্থা করা এবং তা যথাযথ ভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন।
২৬। সহ প্রচার সম্পাদকের দায়িত্ব-
(ক) প্রচার কাজে প্রচার সম্পাদকে সাহায্য করবে।
(খ) প্রচার সম্পাদকের অনুপস্থিতিত এর সমায় প্রচার কাজের যাবতীয় কার্য সম্পাদন করবেন।
২৭। সমাজ সেবা সম্পাদকের দায়িত্ব-
(ক) মানুষের সাথে পরিচিতি বাড়াবেন।
(খ) সমাজের নানা অসঙ্গতি সংগঠনের সভায় তুলে ধরবেন।
(গ) সমাজের জন্য কল্যাণকর পদক্ষেপ গ্রহণে কার্যনির্বাহী পরিষদকে সহায়তা করবেন।
(ঘ) ইউনিয়নের যেকোন সামাজিক কাজে ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাহায্য করা।
২৮। সহ সমাজ সেবা সম্পাদকের দায়িত্ব-
(ক) সমাজ সেবা সম্পাদককে সর্বাত্মক সহযোগিতা করবেন।
(খ) সমাজ সেবা সম্পাদকের অনুপস্থিতিতে আরপিত যাবতীয় কার্য সম্পাদন করবেন।
২৯। ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব-
(ক) সংগঠনের ক্রীড়া কার্যক্রম পরিচালনা করবেন।
(খ) ক্রীড়ার উন্নয়নে যেকোনো পরামর্শ সভায় দেশ করবেন।
(গ) গ্রামীণ খেলাধুলার আয়জোন করবেন এবং যারা ভাল খেলাধুলা করবে ভাদেরকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাহায্য সহাযোগিতার ব্যাবস্থা করবে।
৩০। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-
(ক) সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজনের ব্যাপারে বাবস্থা গ্রহণ করবেন।
(খ) বিভিন্ন ঐতিহাসিক দিবস উদযাপনের উদ্যোগ নিবেন।
(গ) বাংলাদেশের সংস্কৃতির সুস্থ বিকাশের কার্যকরী পদক্ষেপ নিবেন।
৩১। সহ সাংস্কৃতিক বিষায়ক সম্পাদকের দায়িত্ব-
(ক) সাংস্কৃতিক সম্পাদককে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করবেন।
৩২। আইন বিষয়ক সম্পাদক-
(ক) সংগঠনের আইনবিভাগ পরিচালনা করবেন।
(খ) সংগঠনের সদস্যগণ গঠনতন্ত্র মেনে চলছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন।
(গ) ফাউন্ডেশন এর সাথে সম্পর্কিত ইউনিয়ন এর যাবতিয় তথ্য সংগ্রহ করবেন।
৩৩। তথ্য ও গবেষণা সম্পাদক-
(ক) সংগঠনের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করবেন এবং সভাপতি/সাধারণ সম্পাদককে জানাবেন।
(খ) সংগঠনের সদস্যগণ গঠনতন্ত্র মেনে চলছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন।
(গ) সংগঠন কোন আইনসংক্রান্ত নোটিশ পেলে তা সভাপতিকে অবহিত করবেন।
৩৪। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-
(ক) সংগঠনের কার্যক্রমকে ডিজিটালাইজ করার ব্যবস্থা গ্রহণ করবেন।
(খ) সংগঠনকে আরো বেশী প্রযুক্তি নির্ভর করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও নির্বাহী সভায় উপস্থাপন করবেন।
(গ) সংগঠনের কার্যক্রমকে ইন্টারনেটে প্রতিনিয়ত প্রচার করা ও আপডেট করবেন।
(ঘ) সংগঠনের ওয়েবসাইটকে প্রতিনিয়ত ওয়াপে আপডেট করবেন।
(ঙ) সংগঠনের সকল কার্যক্রমের ডিজিটাল কপি সংরক্ষন করবেন।
(চ) বিভিন্ন অনুষ্ঠানকে আরো দৃষ্টি নন্দন করার জন্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করে নির্বাহী সভায় উপস্থাপন করবেন।
৩৫। সাহিত্য ও গ্রনখাগার বিষয়ক সম্পাদক-
(ক) ম্যাগাজিন, লিফলেট, প্যাড ইত্যাদি প্রকাশ করা এবং গ্রন্থনা করা তার প্রধান কাজ।
খ) বাংলা সাহিত্য উন্নয়নে করণীয় বিষয়াবলী সভায় তুলে ধরবেন।
(গ) পাঠাগার এর বই পুস্তক এর হিসাব রাখা এবং নতুন নতুন বই পাঠাগার এ সরবারহ করা।
৩৬। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক-
(ক) আমাদের ইউনিয়ন এর যে সকল ব্যাক্তি প্রবাসে থাকেন তাদের সম্পর্কে তথ্য ও উপাত্ত সংগ্রহ করবেন।
(খ) বিদেশীদের সাথে যোগাযোগ করে তাদের খোজখবর নেয়া এবং তাদেরকে সংগঠন সর্ম্পকে অবহিত করা।
(গ) বৈদেশীক বিষয়ক কাজের ধারা কার্যনির্বাহী পরিষদকে অবগত করবেন।
৩৭। পরিবেশ বিষয়ক সম্পাদক-
(ক) পরিবেশবান্ধব কর্মসূচী পরিচালনা করবেন।
(খ) ইউনিয়ন এর সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে পরিষদকে অবগত করবেন।
(গ) পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী সহ নানা পদক্ষেপ নিবেন।
৩৮ । ওয়ার্ড বিষয়ক সম্পাদক-
(ক) প্রতিটি ওয়ার্ড এর সাথে যোগাযোগ স্থাপন করবে।
(খ) ওয়ার্ড কমিটি কে নির্বাহী পরিষদের সিদ্ধান্ত গুলো জানাবেন।
(গ) প্রতিটি ওয়ার্ড এর চিত্র নির্বাহী সভায় তুলে ধরবেন।
৩৯। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-
(ক) ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর ব্যাবস্থা করা।
(খ) গরিব, অসহায় মানুষ দের চিকিৎসা ব্যাবস্থা করা।
(গ) ইউনিয়ন এর সার্বিক চিকিৎসার চিত্র নির্বাহী সভাতে তুলে ধরা।
৪০। দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক-
(ক) দুর্যোগের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা তাদের জন্য প্রযোজনীয় সাহায্য সহযগিতা করা।
(খ) শীত বস্ত্র বিতরণ, যেকোন দুর্ঘটনায় অসহায় মুমুরশ রোগীর চিকিৎসার ব্যবস্থা, গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান ইত্যাদি দায়িত্ব পালন করা।
৪১। ধর্ম বিষয়ক সম্পাদক-
(ক) ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবেন।
(খ) ধর্মীয় সংহতি বজায় রাখতে যেকোনো পরামর্শ সভায় পেশ করবেন।
৪২। মহিলা বিষয়ক সম্পাদক-
(ক) দুস্থ, নিরক্ষর, অসহায়, নির্যাতিত মহিলাদের সংগঠিত করবেন এবং তাদের সম্পর্কে পরিষদকে অবহিত করবেন।
(খ) কার্যনির্বাহী পরিষদ কর্তৃক মহিলা বিষয়ক গৃহীত যাবতীয় কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব তার উপর ন্যাস্ত থাকবে।
৪৩। অন্যান্য-
(ক) সংগঠনের সকল সদস্যের বিপদ-আপদে সংগঠনের নির্বাহী পরিষদসহ সবাই পাশে থাকার চেষ্টা করন্থে।
(খ) সংগঠনের সকল সদস্য সংগঠনের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে।
(গ) নির্বাহী পরিষদসহ সকল সদস্যের নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
(ঘ) কোন অভিযোগ, কোন অনুযোগ, পরামর্শের জন্য নির্বাহী পরিষদের সাথে যোগাযোগ করতে হবে।
(ঙ) সদস্যদের মধ্যে কোন অভ্যন্তরীণ কোন্দল থাকা যাবে না, যা সংগঠনে বিরুপ প্রভাব ফেলে।
Scroll to Top